খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

এবারের আইপিএলে থাকছেন তিন বাংলাদেশী

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে ভারতে না হয়ে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসরের নিলামে বাংলাদেশি কোনো খেলোয়াড়ই দল পাননি। তবে ক্রিকেটার না থাকলেও অন্য ভূমিকায় দেখা যাবে তিনজন বাংলাদেশিকে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদে দুজন ও চেন্নাই সুপার কিংসে একজন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। মূলত থ্রোয়ার হিসেবে এই তিনজন কাজ করবেন। হায়দ্রাবাদে কাজ করবেন বুলবুল আহমেদ ও রবিউল করিম সেন্টু। এই দুজনই অনেক দিন ধরে বাংলাদেশ জাতীয় দলে থ্রোয়ার হিসেবে আছেন। এবারই প্রথম তারা আইপিএলে কাজ করবেন।

মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসে থ্রোয়ার হিসেবে কাজ করবেন খলিল খান। তিনি এর আগে এক মৌসুম চেন্নাই সুপার কিংসে ও দুই মৌসুম রাইজিং পুনে সুপার জায়ান্টসের সঙ্গে কাজ করছেন। ত্রয়োদশ আইপিএলে চেন্নাইয়ে কাজ করতে যাওয়া খলিল সব কিছু ঠিক থাকলে ১০ আগস্ট দুবাইয়ের বিমান ধরবেন। সেখানে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার পর শুরু করবেন কাজ।

এ ব্যাপার খলিল বলেন, ‘চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট আমাকে ফোন করেছিল। আমার ১০ আগস্ট দুবাই যাওয়ার কথা রয়েছে। এটা আমার জন্য অনেক স্বস্তির খবর এবং আমি সত্যিই অনেক আনন্দিত। কারণ সেখান থেকে যে টাকা পাব সেটা দিয়ে পুরো বছর পরিবারের খরচ চালাতে পারব।’

খলিলের যাওয়ার তারিখ নিশ্চিত হলেও বুলবুল এবং সেন্টুর যাত্রার দিনক্ষণ এখনো নিশ্চিত হয়নি। তবে দুজনই যে আইপিএলে যাচ্ছেন এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘসময় কাজ করা ও হায়দ্রাবাদের ভিডিও অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!