করোনার দাপটে ক্রিকেটের আরো একটি আসর স্থগিত হয়ে গেল। চলতি বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। কিন্তু প্রাণঘাতী ভাইরাসটির দাপটে তা স্থগিত করে ২০২১ সালে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অবশ্য শুধু অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপই নয়। চলতি বছরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) যতগুলো আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল করোনা অতিমারির কারণে এরসবই স্থগিত করে ২০২১ সালে নিয়ে যাওয়া হয়েছে। সময় সুযোগ বুঝে ওই বছরে তা আয়োজিত হবে। মঙ্গলবার এখবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
তিনি বললেন, ‘শুধু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপই নয়, চলতি বছরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যতগুলো আসর ছিল এরসবই আগামী বছর নিয়ে যাওয়া হয়েছে। সময় সুযোগ বুঝে এরসবই ২০২১ সালে আয়োজিত হবে।’
সম্প্রতি বিসিবি’র ডেম ডেভলপমেন্ট বিভাগ অনূর্ধ্ব-১৯ যুবাদের যে দলটি গঠন করেছে তাদের প্রথম বড় কোন অ্যাসাইনমেন্ট ছিল এই এশিয়া কাপ। কিন্তু তা আর হচ্ছে না, অপেক্ষা করতে হচ্ছে আগামী বছর পর্যন্ত।
বাছাই পর্ব উতরে আসা দুটি দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও আয়োজক সংযুক্ত আরব আমিরাতসহ মোট আটটি দলের যুবা এশিয়া কাপে অংশগ্রহনের কথা ছিল।
খুলনা গেজেট/এএমআর