দেশে প্রথমবারের মতো আকাশপথে দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হচ্ছে দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চল। এতে সহজেই যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার এবং সৈয়দপুর থেকে চট্টগ্রামে যেতে পারবেন যাত্রীরা। ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা।
প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৩০ সেপ্টেম্বর যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রাম এবং ১ অক্টোবর যশোর থেকে কক্সবাজার রুটে তাদের বিমান চলাচল করবে। প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রামে বিমান চলাচল করবে। আর যশোর থেকে কক্সবাজারে বিমান চলবে সপ্তাহে চার দিন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যশোর থেকে সকাল সোয়া ৯টায় চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে বিমান। ফিরতি ফ্লাইট পাওয়া যাবে একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে।
সৈয়দপুর থেকে চট্টগ্রামে বিমান চলাচল করবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায়। ফিরতি ফ্লাইট দুপুর ১২টা ৩৫ মিনিটে।
অন্যদিকে যশোর থেকে কক্সবাজারের ফ্লাইট পাওয়া যাবে প্রতি শনি, সোম, বুধ ও শুক্রবার। এ দিনগুলোতে যশোর থেকে বেলা পৌনে দুইটায় কক্সবাজারের উদ্দেশে বিমান ছেড়ে যাবে। ফিরতি ফ্লাইট পাওয়া যাবে বেলা ৩টা ২৫ মিনিটে।
ইউএস-বাংলা জানায়, যশোর থেকে চট্টগ্রামে যেতে ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা; ফিরতি ভাড়া ১২ হাজার টাকা। যশোর থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া ৬ হাজার ৫০০ টাকা; ফিরতি ভাড়া ১৩ হাজার টাকা।
এদিকে সৈয়দপুর থেকে চট্টগ্রামের ন্যূনতম ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২০০ টাকা। আর ফিরতি ভাড়া ১২ হাজার ৪০০ টাকা।
দেশীয় এয়ারলাইনসটি আরও জানায়, শিগগিরই সৈয়দপুর থেকে কক্সবাজার এবং সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।
খুলনা গেজেট/এনএম