বিগত আওয়ামী লীগ সরকার পুরস্কারটি প্রবর্তন করার ১০ মাসের মাথায় বাতিল হলো ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক শান্তি পদক’।
আজ মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ পুরস্কার বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখাসহ বিভিন্ন অবদানের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক’ সংক্রান্ত নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। গত বছরের ২০ মে এটি অনুমোদিত হওয়ার পর এ-সংক্রান্ত কোনো পুরস্কার এখনো কাউকে দেওয়া হয়নি।
পৃথিবীর যেকোনো স্থানে শান্তি প্রতিষ্ঠা, ক্ষুধা ও দারিদ্র্য থেকে মুক্তি, যুদ্ধ বন্ধ ও বিরতিতে অবদান রেখেছেন- এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়েছিল এই পুরস্কারের নীতিমালায়।
প্রতি দুই বছর পরপর একজন ব্যক্তিকে এ পুরস্কার দেওয়ার পরিকল্পনা ছিল শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা সরকারের। পদকের জন্য মনোনীত ব্যক্তি বা প্রতিষ্ঠান পুরস্কার হিসেবে পেত ১ লাখ ডলার এবং ৫০ গ্রাম ওজনের ১৮ ক্যারেটের স্বর্ণপদক ও সনদ।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার সরকার ও দলের অনেক নেতাও এখন পালিয়ে কিংবা আত্মগোপনে আছেন।
খুলনা গেজেট/এমএম