খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

এবার থাকছে না ঈদ স্পেশাল ট্রেন

গেজেট ডেস্ক

এবার থাকছে না ঈদ স্পেশাল ট্রেন। নেয়া হবে না বাড়তি যাত্রীও। বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে কয়টি ট্রেন চলবে। এমনটাই জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলপথমন্ত্রী বলেন, ঈদ উপল‌ক্ষে রেলও‌য়ের আলাদা কোনো আয়োজন নেই। ঈদ সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোনো বাড়তি যাত্রী পরিবহন করবে না। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে ঈদেও একইভাবে ট্রেন চলবে। টি‌কিট ছাড়া যাত্রীরা যা‌তে স্টেশ‌নে প্রবেশ কর‌তে না পা‌রে, সেটি নিয়ন্ত্রণের জন্য (এক্সেস ক‌ন্ট্রোল) দে‌শের বড় স্টেশ‌নগু‌লো‌তে বেড়া নির্মাণ প্রক‌ল্পের কাজ চল‌ছে। ঈদেও এখনকার মতই স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলবে বলে জানিয়েছেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে কয়টি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না। সরকার ঈদ উপল‌ক্ষে মানু‌ষের গ্রা‌মের বাড়ি যাওয়া‌কে নিরুৎসা‌হিত কর‌ছে। কা‌জেই আমরা ট্রেন বাড়াব না। তিনি ক‌রোনা সংকট থে‌কে নি‌জে‌দের রক্ষার জন্য যে যেখা‌নে আছেন সেখানে থাকার আহ্বান জানান।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!