খুলনা, বাংলাদেশ | ৫ আশ্বিন, ১৪৩১ | ২০ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৭
  ঢাবির হলে পিটিয়ে যুবককে হত্যা: ছাত্রলীগ নেতাসহ আটক ৩, তদন্ত কমিটি গঠন
  বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে পূর্ণাঙ্গ রায়ে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

এবার অর্থ আত্মসাৎ মামলায় সাহেদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

গেজেট ডেস্ক

দুদকের করা অর্থ আত্মসাৎ মামলায় রিজেন্ট চেয়ারম্যান সাহেদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার, ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ একেএম ইমরুল কায়েসের আদালত এ আবেদন মঞ্জুর করেন।

২০১৫ সালে সাবেক ফারমার্স ব্যাংকের বর্তমানে পদ্মা ব্যাংকের দুই কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত ২৭শে জুলাই রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম, ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া এনআরবি গ্লোবাল ব্যাংকের এক কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১১ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি সময়ে আসামিরা পারস্পরিক যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ঋণের নামে পদ্মা ব্যাংক লিমিটেডের গুলশান করপোরেট শাখার এক কোটি টাকা (যা সুদাসলসহ ১৫ জুলাই পর্যন্ত স্থিতি দুই কোটি ৭১ লাখ টাকা) আত্মসাৎ করেন।

এর আগে, ২৮ জুলাই সাহেদকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত ৫ আগস্ট তার গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। তবে সাহেদ অন্য মামলায় রিমান্ডে থাকায় দুদকের আবেদনের শুনানি হয়নি।

সাহেদের বিরুদ্ধে করা একটি অস্ত্র মামলায় দশ দিনের রিমান্ড শেষে ১৫ই জুলাই তাকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!