জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) জুলাই পদযাত্রা খুলনায় প্রবেশ করবে আজ শুক্রবার। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিকালে যশোর থেকে ফুলতলা হয়ে খুলনায় প্রবেশ করবে পদযাত্রা। নগরীর শিববাড়ি মোড়ে এবং খালিশপুর শিল্পাঞ্চলের পিপলস মোড়ে পথসভা করবে সংগঠনটির নেতারা।
খুলনা এনসিপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকালে যশোর হয়ে কেন্দ্রীয় নেতারা খুলনায় আসবেন। সন্ধ্যায় শিববাড়ি মোড়ে পথসভা এবং রাতে পিপলস মোড়ে পথসভা করবেন তারা। এছাড়া শহীদদের কবর জিয়ারত, আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়, নগরীর কিছু এলাকায় গণসংযোগের পরিকল্পনা রয়েছে সংগঠনের নেতাদের।
তবে আজ শুক্রবার সকাল ও দুপুরে যশোরের কর্মসূচির ওপর সিডিউল নির্ভর করছে। যশোর থেকে যাত্রা শুরুতে দেরি হলে খুলনার পথসভাগুলোর সময় পরিবর্তন করা হবে বলে জানান তারা।
খুলনা গেজেট/এইচ