খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন
  কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৩
আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে

এনডিডি সেন্টারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

আড়ংঘাটা থানার তেলিগাতী ব্রাক নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটি (এনডিডি) সেন্টারের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সোমবার (৯ ডিসেম্বর) খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবসের এ বছরের প্রতিপাদ্য ছিলো “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে প্রতিবন্ধী জনগণ”। খুলনা এনডিডি’র এ বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আকর্ষণীয় ও মনোমুগ্ধকর করতে আয়োজনে কোন কমতি ছিল না। বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা আনন্দঘন একটি দিন অতিবাহিত করে।

প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের খুলনা জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বরিশালের ভোলা উপজেলা ব্র্যাক শিক্ষা কর্মসুচির ব্যবস্থাপক মোঃ জাকির হোসেন। ব্র্যাক এনডিডি সেন্টার খুলনার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহেদী খানম তিশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সমাজসেবা অফিসার সোহাগ হোসেন, ব্রাক শিক্ষা কর্মসুচি অফিসার শরৎ চন্দ্র সাহা, গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও কবি সন্তোষ কুমার ঢালী প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক শিক্ষা কর্মসূচি খুলনা এনডিডি সেন্টারের মাধ্যমে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস, সেরিব্রাল পলসি, বুদ্ধি প্রতিবন্ধী এবং ডাউন সিনড্রোম শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। সেন্টারের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থার উন্নয়ন, যোগাযোগ দক্ষতার বৃদ্ধি এবং আচরণের ইতিবাচক পরিবর্তন আনা। বিশেষ শিক্ষার পাশাপাশি প্রি-একাডেমিক শিক্ষা প্রদান, মূলধারার স্কুলে ভর্তির সুযোগ তৈরি, অভিভাবক ও কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অভিভাবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের মানোন্নয়ন নিশ্চিত করা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!