নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা’র(এনইউবিটিকে) এক শিক্ষার্থীকে যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলের ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় শিববাড়ি মোড়ে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি, ব্লাকমেইল করা, অর্থ ও অনৈতিক সম্পর্কের জন্য হুমকি দেওয়াসহ নানা অভিযোগ রয়েছে মোহাম্মদ অসীমের বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইন, প্রতারণাসহ বিভিন্ন মামলা চলমান।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা আরো দাবি করেন, মোহাম্মদ অসীম সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে সম্প্রতি নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার সম্মানিত রেজিস্ট্রার ড. মো. শাহ আলমের বিরুদ্ধে যৌন হয়রানির বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসব নিয়ে জিডিও করা হয়েছে। এমন একজন ব্যক্তির বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এম ঘটনা আরো ঘটবে। সেজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
প্রসঙ্গত, গত মাসে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা নিয়ে দেশ টিভিতে ৩টি সংবাদ প্রচার হয়।
প্রথম সংবাদটিতে ইউজিসি থেকে অনুমোদন না নিয়ে আইন বিভাগে ছাত্র ভর্তি এবং পাঠদান, ভবন ভাড়ার প্রায় ১০ কোটি টাকা পরিশোধ না করি উল্টো মালিককে হুমকি এবং ভবন দখলের পায়তারা এবং তৃতীয় রিপোর্টে নর্দান ইউনিভার্সিটির রেজিস্ট্রারের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ আনা হয়।
শেষ সংবাদটির প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। সংবাদটি প্রকাশের পরদিন ৩১ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভিডিও প্রকাশের পরপরই দেশ টিভি, তাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে ভিডিওটি সরিয়ে নেয়।
ইতোমধ্যে, দেশ টিভিতে প্রচারিত ভিডিওতে শিক্ষার্থী হিসেবে দেখানো নারী এনইউবিটি খুলনার শিক্ষার্থী নন বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
খুলনা গেজেট/ টিএ