নর্দান ইউনিভার্সিটির বিজনেস অব টেকনোলজি খুলনা’র (এনইউবিটিকে) সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের (জেএমসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তঃবিভাগীয় ইনডোর গেমস প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জেএমসি বিভাগের শ্রেনীকক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. মো. শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমান, প্রভাষক মতিউর রহমান ও এমএম মোজাহিদ উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বলেন, ‘সাংবাদিকতা বিভাগ অন্য সব বিভাগের চেয়ে ব্যতিক্রম। তাদের কাছ থেকে আমরা সবসময়ই নতুনত্ব কিছু পেয়ে থাকি।’
আন্তঃবিভাগীয় এই প্রতিযোগিতায় লুডো, ক্যারাম, স্প্রেড কার্ড, উনো, দাবা ও কলম খেলার আয়োজন করা হয়।
এ বিষয়ে বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান রনি বলেন, জিএমসি বিভাগের প্রতিষ্ঠালগ্ন থেকেই এই ধরনের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/ টিএ