খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার আওয়ামী লীগের দুঃসময়ের একজন নিবেদিত কর্মী ছিলেন। তিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত দলের সকল কর্মকান্ডে তিনি সক্রিয় অংশগ্রহণ করতেন। বঙ্গবন্ধুর সাথে ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও তিনি নিজেকে গুটিয়ে রাখতেন। আইনজীবী হিসেবে তিনি দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা বিনা পয়সায় পরিচালনা করতেন। আজীবন তিনি দলের প্রতি আস্থা নিয়েই রাজনীতি করেছেন। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, চিশতী সোহরাব হোসেন শিকদারের মতো বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স¥রণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, মুক্তিযোদ্ধা মকবুল মিন্টু, মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, শেখ ফারুক হাসান হিটলু, নুর মোহাম্মদ শেখ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, এস এম আকিল উদ্দিন, আব্দুল হাই পলাশ, শেখ আবিদ উল্লাহ, বাবুল সরদার বাদল, শেখ জাহিদুল ইসলাম, চ ম মুজিবর রহমান, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, এ্যাড. শামীম মোশাররফ, শাহজাহান জমাদ্দার, জিয়াউল আলম খান খোকন, মো. সফিকুর রহমান পলাশ, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজিব, কাজী মুজিবুল হক, হাবিবুর রহমান দুলাল, মো. মোক্তার হোসেন, মল্লিক নওশের আলী, এ্যাড. সাজ্জাদ আলী, আব্দুর রহীম খান, মো. আজিম উদ্দিন, মো. আজিম উদ্দিন, কাজী নজরুল ইসলাম, গোলাম হায়দার বুলবুল, আঞ্জুমনোয়ারা, জেসমিন সুলতানা শম্পা, পারভিন ইলিয়াছ, নুর জাহান রুমি, আফরোজা জেসমিন বিথী, জাহানারা সিরাজ, শিউলি আক্তার, ওসিরন আক্তার কবিতা, সৈয়দা হেনা বেগম, রেজওয়ানা প্রধান, লাকী আক্তার, পারভীন হাসমত, এ্যাড. শাম্মী আক্তার, লুৎফুন্নাহার লিলি, মেহজাবিন খান, আরবিনা শিকদার, ইবনুল হাসান, মাহমুদুর রহমান রাজেস, রুম্মান আহমেদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা সাহেদ আহম্মেদ।
খুলনা গেজেট/কেডি