বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে নতুন ভিসা নীতির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৪ মে) রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিঙ্কেন এক টুইট বার্তায় বলেছেন, সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি বলেছেন, ‘ইটস নট স্যাংশন।
এই ব্যাপারে বিএনপি’র উদ্বিগ্ন হওয়া উচিত। নির্বাচনের আগে বা পরে যেকোনো প্রকার সহিংসতা ঘটালে সেটা তাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াবে।’
শাহরিয়ার আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই ভিসা নীতি নিয়ে সরকার চিন্তিত নয়, কারণ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আগামীকাল জানানো হবে।