খুলনা, বাংলাদেশ | ৮ মাঘ, ১৪৩১ | ২২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইতালির রোম থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটে বোমাতঙ্ক, নিরাপদে অবতরণ, পরীক্ষা-নিরীক্ষা চলছে
  জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস আলম
  উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম তিন দিনের রিমান্ডে

একুশে ফেব্রুয়ারি আসে

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

একুশে ফেব্রুয়ারি আসে
শহীদের রক্ত ঝরা ইতিহাসকে
স্মরণ করাতে নয়
একুশে ফেব্রুয়ারি আসে
রক্তের লাল দর্পণে
বাংলা ও বাঙালির বিজয় ডঙ্কা বাজাতে।
তখনো স্বাদ ছিল না
পদ্মার ইলিশের
তখনো ঘ্রাণ ছিল না
বাংলার সবুজ খেতের
বসন্তের মন মাতানো
কোকিলের হিয়া
রাগিনীর ব্যাকুলতায় পঙ্গু
একুশে ফেব্রুয়ারি তারই
ফিরিয়ে দেওয়ার নির্ভীক প্রতিষ্ঠাতা।
একুশে ফেব্রুয়ারি আসে
আমার মাকে আউল বাউলের
সুর শোনাতে
একুশে ফেব্রুয়ারি আসে
আমার মাকে ফকিরি গান শোনাতে
একুশে ফেব্রুয়ারি আসে
আগমনীর আনন্দ,দশমীর বিরহ কিংবা
রমজানি নিশীথের গজল শোনাতে
অথবা সেহেরির
ভাত খাওয়াবার সঙ্কেত দিতে।
একুশে ফেব্রুয়ারি
তুমি স্বাক্ষী, ধর্ম নয়
ভাষা সংস্কৃতি ইতিহাস
জাতি গঠনের সত্ত্বা
একুশে ফেব্রুয়ারি
তাই তুমি ইতিহাস।
একুশে ফেব্রুয়ারি
বরকত সালাম
রফিক জব্বারদের
মায়ের কোল শূণ্য করে
বাংলার সব মায়ের কোলকে
করেছো দুর্বার।
একুশে ফেব্রুয়ারি
বাংলার মুখ অবয়বে দেখি
গোটা বিশ্বকে দেখার অঙ্গীকার।
একুশে ফেব্রুয়ারি
তুমি আবার নেমে এসো
হিংস্র নিধনের যজ্ঞ নিয়ে
একু ফেব্রুয়ারি
আবার নেমে আসুক
ভগ্ন হৃদয়ের জোড়া দিতে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!