যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করবে টাইগাররা।
গত ম্যাচের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। দল থেকে ছিটকে গেছেন লিটন দাস ও শেখ মেহেদি হাসান। এই দুজনের পরিবর্তে একাদশে ফিরেছেন তানজিদ তামিম ও তানজিম সাকিব।
বাংলাদেশ একাদশ : তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
খুলনা গেজেট/এমএম