প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পেঁয়াজ আমদানিতে পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। রোববার অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেঁয়াজ আংশিক আমদানি নির্ভর একটি নিত্য প্রয়োজনীয় পণ্য। অতীতে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়েছে এবং ২০১৯-২০ অর্থবছরে এই সংকটটি কঠিন আকার ধারণ করে। পেঁয়াজের মূল্য সাম্প্রতিক সময়ে অনেকটা বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়া সম্প্রতি ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের কারণে বাজারে পেঁয়াজের মূল্য ঊর্ধ্বমুখী। পর্যালোচনায় দেখা যায় যে, দেশীয় পেঁয়াজ চাষিদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণ, পেঁয়াজ চাষে উৎসাহ প্রদান এবং আমদানির ওপর নির্ভরশীলতা কমাতে পেঁয়াজ আমদানিতে চলতি ২০২০-২১ অর্থবছরে পাঁচ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পেঁয়াজের অনুৎপাদনকালীন সময় হিসেবে পরিচিত আগামী বছরের মার্চ পর্যন্ত সময়ে পেঁয়াজের ওপর আরোপিত পাঁচ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
এদিকে একদিন পর ফের বন্ধ হয়ে গেছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি। ভারতের বাণিজ্য মন্ত্রাণালয়ের শর্ত সাপেক্ষে ৫ দিনের মাথায় শনিবার ৭২১ মেট্রিকটন (৩১ ট্রাক) পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা স্থল বন্দরে প্রবেশ করে। পূর্বের এলসি করা যে সব ব্যবসায়ীর কাগজপত্র সম্পূর্ন প্রস্তুত ছিল এমন পেঁয়াজবাহী ৩১ টি ট্রাক শনিবার ভোমরা বন্দরে প্রবেশ করে বলে জানান সিএন্ডএফ নেতারা।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত ১৪ সেপ্টেম্বর সোমবার থেকে কোন পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। শর্ত সাপেক্ষে রবিবার কাগজপত্র সম্পূর্ন প্রস্তুত ছিল এমন পেঁয়াজবাহি ৩২ টি ট্রাকের মধ্যে ৩১ টি ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করে। তবে ৫ দিন আটকে থাকার পর ভোমরা বন্দরে ঢোকা অধিকাংশ গাড়ীর পেঁয়াজ বেশীর ভাগ নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়িরা দারুন ভাবে আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছেন।
তিনি আরো জানান, ভারতের ঘোজাডাঙ্গা বন্দরে এখনও দুই শতাধিক পেঁয়াজ বাহি ট্রাক আটকে রয়েছে। এর মধ্যে কিছু পেয়াজ বোঝাই গাড়ি ফিরে যাচ্ছে, আর কিছু পেয়াজ সেখানে আনলোড করে স্থানীয়ভাবে বিক্রি করে ফেলছে ব্যবসায়ীরা।
ভোমরা স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত ৭২১ মেট্রিকটন (৩১ ট্রাক) পেঁয়াজ ভারতের ঘোজাডাঙ্গা দিয়ে ভোমরা স্থল বন্দরে প্রবেশ করে। তবে রবিবার বিকাল ৪ টা পর্যন্ত কোন পেঁয়াজবাহী ট্রাক ভারত থেকে ভোমরা বন্দরে প্রবেশ করেনি। এবিষয়ে ভারতের ঘোজাডাঙ্গা কাষ্টমস অফিস থেকে এখনও পর্যন্ত তাদের লিখিত ভাবে কোন কিছু জানানো হয়নি বলে তিনি জানান।
খুলনা গেজেট/এনএম