খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
  ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

একতরফাভাবে তফসিল ঘোষণার প্রতিবাদে খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

গেজেট ডেস্ক

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে একতরফাভাবে তফসিল ঘোষনার প্রতিবাদে, “বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠ-নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে” ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার বিক্ষোভ মিছিল ও সমাবেশ  বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল ৩ টায় নগরীর বায়তুন নূর চত্বর নিউ মার্কেটের সামনে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের নায়েবে আমীর ও নগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন- বর্তমান অর্থব নির্বাচন কমিশন একতরফাভাবে তফসিল ঘোষণা করে দেশকে এক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দেশ আজ উত্তাল, দেশের প্রতিটা মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। আমরা বিগত নির্বাচনগুলোতেও দেখেছি এই ক্সস্বরাচার সরকারের অধিনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোট চুরি, ডাকাতির মাধ্যমে জনগনের অধিকার হরণ করা হয়েছে। নির্বাচন কমিশনের এই একতরফা তফসিল আমরা প্রত্যাখ্যান করছি। এই সরকারের অধিনে আর কোন নির্বাচন নয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও নগর সেক্রেটারী ইমরান হুসাইন এর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের নগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ-আল গালিব, মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম, মুফতী আব্দুল জব্বার আযমী, মাওলানা সাইফুল ইসলাম, মুফতী আশরাফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, মাওঃ আসাদুল্লাহ হামিদি, মাওঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ রেজাউল করীম, মাওলানা মাহবুবুল আলম, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার বন্ধ, আলহাজ্ব আব্দুস সালাম, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা নাছিম উদ্দিন, মোল্লা রবিউল ইসলাম, এস.এম শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী মইনুল ইসলাম, মাষ্টার মঈনুদ্দিন ভুইঁয়া, মাওলানা হাফিজুর রহমান, ইসমাঈল হোসেন, শিক্ষকনেতা রবিউল ইসলাম রাফে, মাওলানা মাহবুবুল আলম, যুবনেতা মুফতী আহম আব্দুর রহমান মিয়াজী, মুফতী ফজলুল হক, ইমরান হোসেন মিয়া, আব্দুর রশিদ, এসকে নাজমুল হাসান, শ্রমিকনেতা আবুল কালাম আজাদ, রেজাউল করীম মাওলানা ইলিয়াস হুসাইন, মোহাম্মদ ইব্রাহিম খাঁন, ছাত্রনেতা মুহাম্মাদ মঈন উদ্দিন, এস.কে আবু রায়হান, আব্দুল্লাহ আল মামুন, মোল্লা ফরহাদ, মুহাম্মাদ নাইম ইসলাম, ছাত্রনেতা মাহাদী হাসান মুন্না, মোস্তফা আল গালিব প্রমুখ।

সমাবেশ শেষে বিশাল এক মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে ফেরিঘাট মোড়ে দোয়ার মাধ্যমে শেষ হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!