প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, একটা কেস যদি ২০ থেকে ৩০ বছর ধরে পেন্ডিং থাকে তাহলে মানুষ আমাদের প্রতি আস্থা রাখবে কেন? এ দেশে সুবিচার পাওয়া যায়, বিচার পাওয়া যায়, এটা তারা ভাববে কেন? বরং ভাববে দেশে কোনো সুবিচার নেই। আমাদের দায়িত্ব হলো বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনা।
রোববার (৮ এপ্রিল) দুপুরে রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সভায় জেলা বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এস. এম কুদ্দুস জামানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি বলেন, মানুষ বিপদে পড়েই আদালতে আসেন। বিপদে না পড়লে কেউ এখানে আসে না। আদালতের মাধ্যমে সঠিক ন্যায়বিচার পাওয়ার আশায় তারা দিনের পর দিন অপেক্ষা করেন। কিন্তু যখন একটা কেস দীর্ঘদিন চলে তখন আদালতের প্রতি সাধারণ মানুষ বিরক্ত হয়ে যায়। আস্থা হারিয়ে ফেলে। আমাদের উচিত সাধারণ মানুষ যেন স্বল্প সময়ে ন্যায়বিচার পায় সেদিকে লক্ষ্য রাখা।
বিশেষ অতিথির বক্তব্যে হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি সকল আদালতের বিচারকের সংকট নিরসন করার। অনেক সময় বিচারক সংকটের কারণে কেস পেন্ডিং থাকে। আমার জেলা রাজবাড়ীতেও বিচারক সংকট ছিল। সম্প্রতি রাজবাড়ী আদালতে বিচারক নিয়োগ দেওয়া হয়েছে।
রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. এটিএম মোস্তফা মিঠুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. খান মোহাম্মদ জহুরুল হকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামান, জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. বিজন কুমার বোস, সাবেক সভাপতি স্বপন কুমার সোম, মঞ্জুর মোর্শেদ প্রমুখ।
সভার শুরুতেই বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সাধারণ আসনের প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শাহ জিকরুল আহমেদের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।