টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয় করল দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ভারত সংগ্রহ করে ২৮৭ রান। দক্ষিণ আফ্রিকা সহজেই তুলে নেয় ৭ উইকেটের জয়। ২-০ ব্যবধানে সিরিজ এখন প্রোটিয়াদের।
পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে আগে ব্যাট করতে নামে ভারত। শিখর ধাওয়ানের সাথে দলকে শুভ সূচনা এনে দেন অধিনায়ক লোকেশ রাহুল। তাদের জুটিতে আছে ৬৩ রান। এই জুটি ভাঙেন এইডেন মারক্রাম। কেশব মহারাজের শিকার হয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন বিরাট কোহলি। ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম কোনো স্পিনারের বলে আউট হয়ে ডাক পেলেন কোহলি।
ভারত ৬৪ রানে ২ উইকেট হারায়। তৃতীয় উইকেটে ১১৫ রানের জুটি গড়েন রাহুল ও রিশাভ পান্ট। রাহুলকে শিকার করে এই জুটি ভাঙেন সিসান্দা মালাগা। ৭৯ বলে ৫৫ রানের ধীরগতির ইনিংস খেলেন রাহুল। অধিনায়ক বিদায় নেওয়ার পরের ওভারেই আউট হন পান্ট। ৭১ বলে ৮৫ রানের ঝলমলে ইনিংস খেলেন এই তরুণ ব্যাটার। পান্টের ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কা। তার উইকেট নেন তাবরাইজ শামসি।
প্রথম ম্যাচের মতোই ব্যর্থ হন শ্রেয়াস আইয়ার ও ভেঙ্কাটেশ আইয়ার। শ্রেয়াস ১৪ বলে ১১ রান ও ভেঙ্কাটেশ ৩৩ বলে ২২ রান করেন। অপরদিকে, প্রথম ম্যাচের মতোই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন শারদুল ঠাকুর। ৩৮ বলে ৪০ রান করেন তিনি। তার উইলো থেকে আসে ৩টি চার ও একটি ছক্কা। অশ্বিন করেন ২৪ বলে অপরাজিত ২৫ রান। নির্ধারিত ৫০ ওভারে ভারত সংগ্রহ করে ২৮৭ রান। স্বাগতিকদের পক্ষে দুইটি উইকেট নেন শামসি।
রান তাড়া করতে নেমে ঝড়ো শুরু করেন কুইন্টন ডি কক ও ইয়ানেমান মালান। ২২ ওভারে তাদের উদ্বোধনী জুটিতে আসে ১৩২ রান। ডি কককে শিকার করে এই জুটি ভাঙেন শারদুল। ততক্ষণে জয়ের ভিত গড়ে ফেলে ভারত। ৬৬ বলে ৭৮ রান করে মাঠ ছাড়েন ডি কক। এই বাঁহাতি ব্যাটারের উইলো থেকে আসে ৭টি চার ও ৩টি ছক্কা।
দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন টেম্বা বাভুমা ও মালান। মালানকে বোল্ড করে এই জুটি ভাঙেন জাসপ্রীত বুমরাহ। ১০৮ বলে ৯১ রান করেন মালান। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছক্কা। মালান ফেরার পরের ওভারেই আউট হন বাভুমা। প্রোটিয়া অধিনায়ক যুযবেন্দ্র চাহালের বলে তার হাতেই ক্যাচ দেন। মাঠ ছাড়ার আগে বাভুমা করেন ৩৬ বলে ৩৫ রান।
চতুর্থ উইকেটে ৭৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দক্ষিণ আফ্রিকার ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করেন র্যাসি ফন ডার ডুসেন ও এইডেন মারক্রাম। মারক্রাম ৪১ বলে ৩৭ রান ও র্যাসি ৩৮ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ১১ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ২৮৭/৬ ( ৫০ ওভার)
পান্ট ৮৫, রাহুল ৫৫, শারদুল ৪০*, ধাওয়ান ২৯, কোহলি ০;
শামসি ২/৫৭।
দক্ষিণ আফ্রিকা ২৮৮/৩ (৪৮.১ ওভার)
মালান ৯১, ডি কক ৭৮, র্যাসি ৩৭*, মারক্রাম ৩৭*, বাভুমা ৩৫;