খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত
আন্দোলনকারীদের উদ্দেশে কর্নেল অলি

এক মুহূর্তের জন্যেও সরকারকে বিশ্বাস করবেন না

গেজেট ডেস্ক 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশে লিবারেল ডেমোক্রেটি পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, এই নিষ্ঠুর ও অমানবিক, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে এক মুহূর্তের জন্যেও বিশ্বাস করবেন না। আপনাদের যৌক্তিক দাবি থেকে এক সুতা পরিমাণও সরা যাবে না। রোববার এক বিবৃতি তিনি এসব কথা বলেন।

আন্দোলনকারীদের উদ্দেশে অলি আহমদ বলেন, আপনারা বেইমান, মুনাফেক, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, আপনাদের হত্যাকারী এবং গণতন্ত্র হত্যাকারীদের কথায় বিভ্রান্ত হবেন না। তারা বিভিন্নজনকে, বিভিন্নভাবে আন্দোলন নস্যাৎ করার জন্য আপনাদের পিছনে লেলিয়ে দিয়েছে। মনে রাখবেন, বাংলাদেশের জন্য এটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ। আর আমাদের ছাত্র সমাজ, আমাদের ছেলে-মেয়েরা, আমাদের ভবিষ্যৎ। দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত, এই জাতি কখনো মেনে নিবে না। যে বা যারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত করবে, তাদেরকে অবশ্যই জনগণের সামনে জবাবদিহি করতে হবে।

এখন দফা এক, দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ উল্লেখ করে তিনি বলেন, সকল বাধা, বিপত্তি উপেক্ষা করে, সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যাবেন। স্বৈরাচার সরকারের পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি শিথিল করা যাবে না। নতুন জাতীয় বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

জাতীয় ঐক্য ধরে রাখুন। সাবধানতা ও সুকৌশল অবলম্বন করুন। মিথ্যাবাদী ও গুজব রটনাকারীদের কথায় বিভ্রান্ত হবেন না। অপরাধীদের পালানোর পথ বন্ধ করুন।

আন্দোলনকারীদের উদ্দেশে কর্নেল অলি আরও বলেন, আমাদের পূর্ণ সমর্থন, আপনাদের সাথে আছে। তবে স্ব শরীরে অংশগ্রহণ করে আপনাদের এই বিশাল আত্মত্যাগ ও অর্জনকে বিতর্কিত করতে চাই না। এই সফলতা আপনাদের ও সাধারণ মানুষের। আল্লাহ আপনাদের সাহায্য করুন, সহায় হোন। আপনাদের বিজয় হবেই-ইনশাআল্লাহ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!