খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
  গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছে সাবেক ওসির শাহ আলম, এক এএসআই সাময়িক বরখাস্ত

এক বছরে যেসব মিস করেছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

গত বছর বাংলাদেশের ভারত সফরের এক সপ্তাহ আগে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ওই সময় ভারত সফর উপলক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু সাকিবের ওই আকষ্মিক নিষেধাজ্ঞার ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে টাইগার দল। তারপরও ভারতে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছিল বাংলাদেশ। যদিও বাকি সবগুলো টি-টোয়েন্টি আর টেস্ট ম্যাচে তাদের চরম পরাজয় ঘটে।

এমন এক সময় সাকিবের ওই নিষেধাজ্ঞার আদেশ এসেছিল, যখন টাইগাররা আন্তর্জাতিক সূচির প্রস্তুতি নিচ্ছিল। নিষেধাজ্ঞার এক বছরে কম করে ৩৬টি ম্যাচে অংশগ্রহণ থেকে বঞ্চিত হওয়ার কথা ছিল সাকিবের। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারি সাকিবের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে আনুমানিক সাত মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে টাইগাররা। এই সময়ের মধ্যে সাকিব সর্বসাকুল্যে মাত্র চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ মিস করেছেন।

ভারত সিরিজ : সাকিব নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে আনা হয় মুমিনুল হককে। তার প্রথম মিশনই ছিল ভারত। আর ওই টেস্ট সিরিজে স্বাগতিক ভারতের কাছে চরমভাবে নাস্তানাবুদ হয়েছে টিম টাইগার। অপরদিকে সাকিবের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি দলের ঝাণ্ডা তুলে দেয়া হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। তার নেতৃত্বে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করলেও পরের দুই ম্যাচেই হারতে হয়েছে।

পাকিস্তান সিরিজ: জানুয়ারিতে পাকিস্তান সফরে যায় টাইগাররা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে একটিতেও জিততে পারেনি। পরে আরেকটি টেস্ট খেলতে ফেব্রুয়ারিতে ফের পাকিস্তান সফরে যায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ওই টেস্টেও পরাজয় বরণ করতে হয়েছে।

জিম্বাবুয়ে সিরিজ: এই হোম সিরিজ দিয়ে আগের দুই সিরিজের ব্যর্থতা কাটায় বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বে প্রথম টেস্টে প্রত্যাশিত জয় আসে। পরে টি-টোয়েন্টি সিরিজে সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ। ওই সিরিজ জয়ের পরপরই ওয়ানডে অধিনায়কত্বের পদ থেকে সড়ে দাঁড়ান বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা।

করোনার কারণে যে সব সিরিজ থেকে বঞ্চিত হতে হয়নি সাকিবকে:
পাকিস্তান সিরিজ: পাকিস্তানের সঙ্গে আরো একটি টেস্ট ও একটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওই ম্যাচ। কিন্তু মার্চের মধ্যভাগে কোভিড-১৯ এর সংক্রমণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে তা স্থগিত হয়ে যায়।

আয়ারল্যান্ড সিরিজ: আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সম সংখ্যাক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে মে মাসে যুক্তরাজ্য সফরের কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু করোনার কারণে অনিদ্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ওই সফর।

অস্ট্রেলিয়া সফর: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলতে জুনে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। করোনার কারণে ওই সিরিজও থমকে গেছে অনিদ্দিষ্ট কালের জন্য।

শ্রীলংকা সিরিজ: জুলাইয়ে শ্রীলংকায় তিনটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। ওই সূচিও স্থগিত হয় করোনার কারণে। তবে করোনা সংকট কেটে যাবার পর সিরিজটি আয়োজনের প্রস্তুতি অনেকদূর এগিয়ে গিয়েছিল। কিন্তু নানামুখি জটিলতার কারণে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় ওই সিরিজও।

টি-টোয়েন্টি বিশ্বকাপ: চলতি বছর ১৫ অক্টোবর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। নির্ধারিত সূচিতে যদি টুর্নামেন্ট আয়োজন হতো তাহলে সেখানে প্রথম রাউন্ডের অন্তত তিনটি ম্যাচে অংশ নিতে পারতেন না নিষিদ্ধ সাকিব। কিন্তু করোনার কারণে এক বছরের জন্য স্থগিত হয়ে গেছে ওই টুর্নামেন্ট। যে কারণে নিষেধাজ্ঞার কারণে টুর্নামেন্টে অন্তত এক ম্যাচের জন্যও বসে থাকতে হবে না সাকিব আল হাসানকে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!