আগামীকাল রোববার (১১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলতি এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এশিয়া কাপের ফাইনালে দু’দলের সাক্ষাৎ এবারই প্রথম নয়। এর আগে তিনবার এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে একে অপরের বিপক্ষে নেমেছিল। যেখানে দুইবারই পাকিস্তানকে টপকে শিরোপা ঘরে তোলে শ্রীলঙ্কা। একবার জয় পায় পাকিস্তান। দেখে নেয়া যাক সেই তিনটি ফাইনালের ফলাফল।
১৯৮৬ সালের এশিয়া কাপ ফাইনাল (শ্রীলঙ্কা)
এশিয়া কাপের দ্বিতীয় আসরেই ফাইনালে মুখোমুখি হয় পাকিস্তান ও শ্রীলঙ্কা। কলম্বোয় টস হেরে শুরুতে ব্যাট করে পাকিস্তান। ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৯১ রান তুলতে সক্ষম হয় ইমরান খান, জাভেদ মিয়াঁদাদের পাকিস্তান। ম্যাচে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন মিয়াঁদাদ। শ্রীলঙ্কার হয়ে ৪৬ রানে ৪টি উইকেট নেন কৌশিক।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪২.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলে ম্যাচ জিতে নেয়। অরবিন্দ ডি সিলভা ৫২ ও অর্জুনা রানাতুঙ্গা ৫৭ রান করেন। ৩২ রানে ৩টি উইকেট নেন আব্দুল কাদির। শ্রীলঙ্কা ৫ উইকেটে ম্যাচ জিতে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়। ম্যাচ সেরার পুরস্কার পান পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ। টুর্নামেন্ট সেরা হন শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা।
২০০০ সালের এশিয়া কাপ ফাইনাল (বাংলাদেশ)
ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামের দিবা-রাত্রির ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের হয়ে সাঈদ আনোয়ার ৮২, ইনজামাম উল হক ৭২ ও মঈন খান ৫৬ রান করেন। ৪৪ রানে ২টি উইকেট নেন নুয়ান জয়সা।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৫.২ ওভারে ২৩৮ রানে অল-আউট হয়ে যায়। মার্ভান আতাপাত্তু ১০০ রান করেন। ওয়াসিম আকরাম ৩৮ রানে ২টি উইকেট নেন। পাকিস্তান ৩৯ রানে ম্যাচ জিতে এশিয়া চ্যাম্পিয়ন হয়। ম্যাচ সেরা হন মঈন খান। টুর্নামেন্ট সেরা হন মোহাম্মদ ইউসুফ।
২০১৪ সালের এশিয়া কাপ ফাইনাল (বাংলাদেশ)
মিরপুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে পাকিস্তান ২৬০ রান তুলতে সক্ষম হয়। ফাওয়াদ আলম ১১৪, মিসবা উল হক ৬৫ ও উমর আকমল ৫৯ রান করেন। ৫৬ রানে ৫ উইকেট নেন লাসিথ মালিঙ্গা।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৬.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৬১ রান সংগ্রহ করে। ১০১ রান করেন লাহিরু থিরিমানে। ৭৫ রান করেন মাহেলা জয়াবর্ধনে। ২৬ রানে ৩টি উইকেট নেন সাঈদ আজমল। ৫ উইকেটে ম্যাচ জিতে ট্রফি হাতে তোলে শ্রীলঙ্কা। ম্যাচ সেরা হন মালিঙ্গা। সিরিজ সেরা হন শ্রীলঙ্কার লাহিরু থিরিমান্নে।