স্বৈরশাসন বিরোধী, সরকার পতন আন্দোলনে এক দফার পক্ষে জনমত সৃষ্টির জন্য খুলনায় গণতন্ত্র মঞ্চ’র উদ্যোগে সেপ্টেম্বরের ১ম সপ্তাহে সমাবেশ অনুষ্ঠিত হবে।এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য গণতন্ত্রমনা জনগণের প্রতি আহবান জানানো হয়েছে।
আজ সোমবার ১০ জুলাই দুপুরে স্যার ইকবাল রোডস্থ একটি আবাসিক হোটেলে গণতন্ত্র মঞ্চ’র খুলনা জেলার শাখার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
মঞ্চ’র আহবায়ক ও জেএসডি নেতা মোঃ লোকমান হাকিম সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে অংশ নেন মঞ্চ’র সদস্য সচিব, গণসংহতি আন্দোলনের জেলা আহবায়ক মুনির চৌধুরী সোহেল, সদস্য সচিব কামরুজ্জামান টুকু, জেলা জেএসডি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, নগর সাধারণ সম্পাদক রাশিদুল আহসান বাবলু, নগর নাগরিক ঐক্য’র সদস্য সচিব মোতাহার রহমান বাবু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কে. এম আলী দাদ। সভায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় জাতীয় সংসদে ইসির ক্ষমতা খর্ব করে প্রহসনমূলক দ্বাদশ সংসদ নির্বাচন আয়োজনের তীব্র নিন্দা করা হয়।
নেতৃবৃন্দ বলেন, এই চক্রান্ত জনগণ যে কোন মূল্যে প্রতিহত করবে। সভায় গণসংহতি আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব কামরুজ্জামান টুকুকে গণতন্ত্র মঞ্চ’র খুলনা জেলা শাখার সদস্য হিসেবে অন্তর্ভুক্ত, উপজেলা, নগরী, থানা ও ওয়ার্ড পর্যায়ে মঞ্চ’র কমিটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়।
খুলনা গেজেট/ বিএম শহিদ