খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

এইচপির দ্বিতীয় টি-টোয়েন্টি প্রস্তুতিতেও তামিমদের জয়

ক্রীড়া প্রতিবেদক

হাই-পারফরম্যান্স (এইচপি) দলের দ্বিতীয় প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচেও ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন তানজিদ হাসান তামিম। তার ব্যাটিং নৈপুণ্যে ‘এ’ দলকে ৬ উইকেটে হারিয়েছে ‘বি’ দল।

বুধবার (১০ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান করে ‘এ’ দল। ওপেনার নাঈম শেখ ৪৬, শাহাদাত হোসেন ৪২ ও শামিম পাটোয়ারি ৩৪ রান করেন। ‘বি’ দলের রেজাউর রহমান রাজা ও তৌহিদ হৃদয় ২টি এবং রিশাদ হোসেন ও মুকিদুল ইসলাম মুগ্ধ ১টি করে উইকেট নেন।

১৮১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম, পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে সাত বল হাতে রেখে জয় তুলে নেয় ‘বি’ দল। ১৮.৫ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করে তারা। ওপেনার তামিম ৪টি চার ও ৩টি ছক্কায় ৫১ বলে ৬৬ রান করেন। এছাড়া ইমন ৪০ ও মাহমুদুল ৩৪ রান করেন। ‘এ’ দলের সুমন খান ২টি এবং আফিফ হোসেন ও নোমান চৌধুরী সাগর একটি উইকেট নেন।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!