খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু

এইচপিভি সম্পূর্ণ নিরাপদ, গুজবে কান না দেওয়ার অনুরোধ : সিভিল সার্জন

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আগে কেবল নির্দিষ্ট মৌসুমে ডেঙ্গুজ্বরের প্রকোপ লক্ষ্য করা যেত। কিন্তু এখন সারা বছরই মানুষ এজ্বরে আক্রান্ত হচ্ছে, যা একটি দুশ্চিন্তার বিষয়। এব্যাপারে সকলকে সচেতন হতে হবে। খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দুই একটি ছাড়া সবগুলোর মূল্য দেশের অন্যান্যস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে। পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধিরোধে নজরদারি অব্যাহত রাখতে হবে।

সভায় সিভিল সার্জন ডা. শেখ সফিকুল ইসলাম জানান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন চলামান রয়েছে। এসময় পঞ্চম থেকে নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী অথবা ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) এর টিকা প্রদান করা হচ্ছে। টিকাটি সম্পূর্ণভাবে নিরাপদ, এব্যাপারে কোন গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন তিনি।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, অর্থনৈতিক শুমারি ২০২৪ সঠিকভাবে সম্পন্নের লক্ষ্যে আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর (১৬ ও ২৫ ডিসেম্বর ব্যতীত ১৫দিন) দেশব্যাপী মাঠ পর্যায়ে শুমারি তথ্য সংগ্রহ করা হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অনুষ্ঠেয় শুমারিতে সারাদেশে মোট ৯৫ হাজার গনণাকারী ট্যাব ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য নিরাপদে নির্ধারিত সার্ভারে সংরক্ষিত থাকবে। খুলনা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় মোট দুই হাজার দুইশত ৩০জন গণনাকারী তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!