যশোর শিক্ষাবোর্ডের অধিনে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় প্রতিদিনই অনুপস্থিতির সংখ্যা বাড়ছে। মঙ্গলবার তৃতীয় দিনের পরীক্ষায় ৮২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। দ্বিতীয় দিন অনুপস্থিত ছিলো ৬৯৩ জন পরীক্ষার্থী। আর প্রথম দিন ৬২৪ জন পরীক্ষায় অংশ নেয়নি।
মঙ্গলবার (২২ আগস্ট) ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় যশোর বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে ছয়জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ জানান, এদিন ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিলো ১ লাখ ৯ হাজার ৩১১ জন। তারমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৮ হাজার ৪৮২ জন। অনুপস্থিত ৮২৯ পরীক্ষার্থীদের মধ্যে খুলনায় ১৩৩, বাগেরহাটে ৫৫, সাতক্ষীরায় ১০৩, কুষ্টিয়ায় ১১০, চুয়াডাঙ্গায় ৬৯, মেহেরপুরে ৩৮, যশোরে ১০৯, নড়াইলে ৪৯, ঝিনাইদহে ১০০ ও মাগুরায় ৬৩ জন রয়েছে। আর বহিষ্কৃত ৬ জন পরীক্ষার্থীদের মধ্যে বাগেরহাটে ১ জন, কুষ্টিয়ায় ১ জন, চুয়াডাঙ্গায় ১ ও নড়াইলের ৩ জন পরীক্ষার্থী রয়েছে।
খুলনা গেজেট/ টিএ