উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় আসরের ফাইনালসে শেষ চারে স্পেনের বিপক্ষে খেলবে ইতালি। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামকে।
সুইজারল্যান্ডের নিওঁতে বৃহস্পতিবার ২০২০-২১ নেশন্স লিগ ফাইনালসের ড্র অনুষ্ঠিত হয়। ফাইনালসের সব ম্যাচ হবে ইতালির মিলান ও তুরিনে।
আগামী বছরের ৬ অক্টোবর মিলানের সান সিরোয় প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে ইতালি ও স্পেন। পরদিন তুরিনের ইউভেন্তুস স্টেডিয়ামে শেষ চারের অন্য ম্যাচে লড়বে ফ্রান্স ও বেলজিয়াম।
১০ অক্টোবর তুরিনে হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, একই দিনে মিলানে হবে ফাইনাল।
গত সেপ্টেম্বর-নভেম্বরে হওয়া গ্রুপ পর্বে ‘এ’ লিগে চার গ্রুপের সেরা হয়ে ফাইনালসে পা রাখে এই চার দল।
নেদারল্যান্ডস, পোল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনাকে পেছনে ফেলে এক নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন হয় ইতালি। ছয় ম্যাচে তারা জেতে তিনটি, অন্য তিনটি ড্র।
পাঁচ জয় ও এক হারে দুই নম্বর গ্রুপের সেরা হয় বেলজিয়াম। তারা পেছনে ফেলে ডেনমার্ক, ইংল্যান্ড ও আইসল্যান্ডকে।
তিন নম্বর গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ফাইনালসে ওঠে ফ্রান্স। গত আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল, ক্রোয়েশিয়া ও সুইডেনকে পেছনে ফেলা দলটি জেতে পাঁচটি, ড্র করে অন্যটি।
আর জার্মানি, সুইজারল্যান্ড ও ইউক্রেনকে পেছনে ফেলে চার নম্বর গ্রুপের সেরা হয় স্পেন। ২০১০ সালের বিশ্বকাপ জয়ীরা জেতে তিনটি ম্যাচ, ড্র করে একটি। হারে অন্য দুটি ম্যাচে।
খুলনা গেজেট/এএমআর