বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পদাবনতি দিয়ে দলের নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে। রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এ সংক্রান্ত একটি চিঠি তাঁকে দেওয়া হয়েছে। বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দলের নীতি ও আদর্শের পরিপন্থি বক্তব্যের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁর বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুলু বিএনপি সরকারের সময়ে ভূমি উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৫ আগস্ট নাটোর শহরে এক কর্মসূচিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘টিভি-পত্রিকায় খুনি হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করলে জ্বালিয়ে দেওয়া হবে।’
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে কারণ শোকজ নোটিশ দেয় বিএনপি। নোটিশের লিখিত জবাব দিতে তাঁকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। তিনি নির্ধারিত সময়েই নোটিশের জবাব দিয়েছেন। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় এবং দলের নীতি ও আদর্শের পরিপন্থি বক্তব্য প্রদান করায় দুলুকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য থেকে পদাবনতি দিয়ে নির্বাহী কমিটির সদস্য করা হয়েছে।
খুলনা গেজেট/এইচ