খুলনা, বাংলাদেশ | ২২ মাঘ, ১৪৩১ | ৫ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  রূপসা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম সুন্দরবন টাইগার্স, দ্বিতীয় জয় মা কালী ও তৃতীয় মোবাইল দল
  শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ফাঁসির ৯ জনসহ সব আসামি খালাস
  গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৩

‘উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার দোসররা আছে, বলার পরও বাদ দেয়া হয়নি’

গেজেট ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার দোসররা রয়েছেন, বিএনপি থেকে বলার পরও তাদের বাদ দেয়া হয়নি। এভাবে প্রশাসন থেকে সর্বত্র গুরুত্বপূর্ণ জায়গায় ফ্যাসিবাদের দোসররা বসে আছে। কীভাবে সফল হবে সরকার, তা অনিশ্চিত।

বুধবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় ঐক্য ও বর্তমান বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এ নেতা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের গতি শ্লথ। কী সংস্কার করবে, তা বোধগম্য নয়। বিচারবিভাগের একজনেরও জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি। নিশিরাতের আদালতের কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আওয়ামী লীগের অনেকে জামিনে বের হচ্ছে। সেই নিশিরাতের বিচারকরা জামিন দিচ্ছে।

সরকারের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনি পদক্ষেপ না নিয়ে আওয়ামী লীগকে কয়দিন পুলিশ দিয়ে ঠেকিয়ে রাখবেন?

সরকার স্ববিরোধী অবস্থানে— এমনটা দাবি করে এ বিএনপি নেতা বলেছেন, আওয়ামী লীগের রাজনীত নিষিদ্ধ করার কথা বললেও সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বিচারের দাবি জানাচ্ছে বিএনপি। বেশি সময়ক্ষেপণের জন্য কোনও কৌশল অবলম্বন করলে জাতি মেনে নেবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে বিএনপি। ছাত্রদের ঘোষণাপত্রের সঙ্গে সমন্বয় করে কীভাবে রাজনৈতিক দলিল হিসেবে সাংবিধানিক ভিত্তি দেয়া যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে। এ নিয়ে তাড়াহুড়ো না করার আহ্বান জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!