খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট
  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

উপজেলা নির্বাচন : হারলেন সাবেক সংসদ সদস্য জাফর আলম

গেজেট ডেস্ক

এবার উপজেলা পরিষদ নির্বাচনেও হেরেছেন কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম। তাকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফজলুল করিম সাঈদী। তিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, সর্বোচ্চ ভোট পেয়ে ফজলুল করিম সাঈদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র অনুযায়ী, চেয়ারম্যান পদে ফজলুল করিম সাঈদী ৫৯ হাজার ৯৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর জাফর আলম পেয়েছেন ৫৮ হাজার ২৮২ ভোট। অপরদিকে আনারস প্রতীকের আবদুল্লাহ আল হাসান পেয়েছেন ৪ হাজার ৩২৬ ভোট এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বদিউল আলম পেয়েছেন ১ হাজার ২ ভোট।

জাফর আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চকরিয়া-পেকুয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। কিন্তু নির্বাচনে কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের কাছে পরাজিত হন। মাত্র চার মাসের ব্যবধানে তিনি আবার প্রার্থী হন উপজেলা পরিষদ নির্বাচনে। এর আগে তিনি চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন।

চকরিয়া উপজেলায় মোট ভোটার তিন লাখ ৬১ হাজার ৮৭ জন। উপজেলা পরিষদ নির্বাচনে ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৭২টি। ভোটের হার ৩৪ দশমিক ৩৬ শতাংশ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!