বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস’ কর্মসূচীর আওতায় আয়োজিত প্রাথমিক চিকিৎসা বিষয়ক পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলছে। শনিবার (০৩ অক্টোবর) নগরীর সিএসএস আভা সেন্টারে কর্মসূচির উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ ও রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সেক্রেটারি মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ইউনিটের ভাইস-প্রেসিডেন্ট জোবায়ের আহমেদ খান জবা। সূচনা বক্তৃতা করেন ইফনিট কর্মকর্তা মঈনুল ইসলাম পলাশ। পাঁচ দিন ব্যাপী এই কর্মশালায় খলনা জেলা যুব রেড ক্রিসেন্টের ২৫জন সদস্য অংশ নিচ্ছেন।
খুলনা গেজেট/এআইএন