খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ২
  ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছড়িয়ে গেছে : আইন উপদেষ্টা

উন্মুক্ত হলো নাটক ‘মেজো ভাই’

বিনোদন ডেস্ক

ইউটিউবে উন্মুক্ত হলো জনপ্রিয় অভিনয়শিল্পী জুটি সাইদুর রহমান পাভেল ও ইমু সিকদার জুটির নতুন নাটব ‘মেজো ভাই’। পারিবারিক গল্পের নাটকটি রচনা করেছেন চয়ন দেব। পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।

পাভেল-ইমু ছাড়াও এতে অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, ফাতেমা হিরা, নুরে কাঞ্চন চৌধুরী, আরমান হোসাইন প্রত্যয়, আলভি প্রিতী, গ্রিহী শাহ রায় চৌধুরী প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে পাভেল বলেন, ‘আমি কমেডি নাটক বেশি করি। এই প্রথম একটি সিরিয়াস গল্পে কাজ করেছি। নাটকটির জন্য ভাালো সাড়াও পাচ্ছি। দর্শক গল্প ও অভিনয় ভীষণ উপভোগ করছেন। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।’

অভিনেত্রী ইমু সিকদার বলেন, ‘আমাদের জুটি দর্শক বেশ পছন্দ করে। তারা আমাদের একসঙ্গে নিয়মিত দেখতে চায়। তাদের কথা মাথায় রেখেই একত্রে কাজ করছি। কারণ, দর্শকদের জন্যই আমরা। এই নাটকটি দেখে দর্শক আনন্দ পাবে।’

নির্মাতা জিয়াউদ্দিন আলম বললেন, ‘আমি এর আগে কমেডি ও রোমান্টিক নাটক বেশি বানিয়েছি। এই নাটকে একটি পরিবারের গল্প বলার চেষ্টা করেছি। আশা করি সবার পছন্দ হবে।’

উল্লেখ্য, ৮ জানুয়ারি ইউটিউবে ‘স্কাইভিউ ফিল্ম’ চ্যানেল উন্মুক্ত করা হয়েছে ‘মেজো ভাই’ নাটকটি।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!