খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের
ড. মসিউর রহমানে ঐকান্তিক প্রচেষ্টায়

উদ্বোধনের অপেক্ষায় দিঘলিয়ায় নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি

একরামুল হোসেন লিপু

উদ্বোধনের অপেক্ষায় খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী বকশিবাড়ি এলাকায় নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ১৫ দশমিক ৯১ লক্ষ টাকা।

এর মধ্যে পূর্ত নির্মাণ খাতে ব্যয় হয়েছে প্রায় ২৪ কোটি টাকা। বাকী টাকা প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে। এরমধ্যে জমি অধিগ্রহণে ৩ কোটি ১৯ দশমিক ২৫ লক্ষ টাকা। আসবাবপত্র ক্রয়ে ১ কোটি ৬৫ দশমিক ৬৯ লক্ষ টাকা। প্রশিক্ষণ যন্ত্রপাতি ক্রয়ে ৬ কোটি ২৬ দশমিক ৫৭ লক্ষ টাকা। অফিস যন্ত্রপাতি ক্রয়ে ১৬ দশমিক ৬৯ লক্ষ টাকা। যানবহনে ৪৪ লক্ষ টাকা। প্রশিক্ষণ কাঁচামাল, বিছানাপত্র, ক্রীড়া সামগ্রী, বইপত্র বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণে ৬০ দশমিক ৪৮ লক্ষ টাকা।

দেড় একরের অধিক জায়গার উপর নির্মিত হয়েছে প্রশিক্ষণ কেন্দ্রটি। কেন্দ্রটিতে কার্যক্রম শুরু হলে সাতটি ট্রেডে প্রতি কোর্সে ১ হাজার ২৮০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পাবে। সারাদেশে ইতিমধ্যে ২৫ টি একই ধরণের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ শেষ হয়েছে। এগুলো উদ্বোধনের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণাধীন এ প্রশিক্ষণ কেন্দ্রগুলির উদ্বোধন করবেন বলে প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ প্রতিবেদককে জানান।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ও দিঘলিয়ার সুগন্ধি গ্রামের কৃতি সন্তান ড. মসিউর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। কেন্দ্রটিতে তিনি তাঁর পৈত্রিক সম্পত্তির ৮৩ শতাংশ জায়গা বিনা মূল্য দান করেছেন বলে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের কাছ থেকে জানা যায়।

নয়নাভিরাম পরিবেশে অবস্থিত এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটিতে রয়েছে একাডেমিক ভবন, ডরমেটরী ভবন, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল কোয়ার্টার এবং মহিলা ইন্সট্রাকটরদের ডরমেটরী, ছাত্রাবাস ও শিক্ষকদের আবাসিক ভবন। এস এন বিল্ডার্স নামে একটি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ কাজটি সম্পন্ন করেছে।

সারাদেশে ৪০ টি উপজেলায় ৪০ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে ১টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপনের লক্ষ্যে ২০১৬ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো প্রকল্পটি বাস্তবায়নের জন্য হাতে নেয়। প্রথমাবস্থায় প্রকল্পের মেয়াদকাল ছিলো ৫ বছর অর্থাৎ ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের জুন পর্যন্ত। পরবর্তীতে প্রকল্পটির মেয়াদকাল সংশোধন করে ২০২২ সালের জুন পর্যন্ত বর্ধিত করে।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো, স্থানীয় ও বৈদেশিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন করে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, দক্ষ জনবল সরবরাহ বৃদ্ধির মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের মান উন্নতকরণ ও সারা দেশে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ক্ষেত্র সুযোগ এবং প্রয়োগ বিস্তৃত করা।

আরডিপিপিতে মোট ট্রেডের সংখ্যা সংখ্যা ১০টি থাকলেও খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী বকশিবাড়ি এলাকায় বাস্তবায়নাধীন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ৭টি ট্রেডে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে। ট্রেডগুলি হলোঃ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি সাপোর্ট টেকনিশিয়ান (কম্পিউটার অপারেশন, গ্রাফিক্স), ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, সিভিল কন্সস্ট্রাকশন, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং (আরএসি) এবং অটো ড্রাইভিং।

এরমধ্যে অটো ড্রাইভিং ট্রেডে তিন মাস মেয়াদী ৩২০ জন এবং বাকি সবগুলো ট্রেডে ৬ মাস মেয়াদী ১৬০ জন করে সর্বমোট ১ হাজার দুইশ’৮০ জন শিক্ষার্থী প্রতি কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন।

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!