খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

উজ্জীবিত মিরাজের হাত ধরে ফিরল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ইনিংসেই বাংলাদেশকে বিরাট বিপর্যয়ের মুখ থেকে বাঁচিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৬৯ রানে ৬ উইকেট পড়া দলকে দারুণ শতকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন তিনি। এবার চমক বোলার মিরাজের। পঞ্চম উইকেটে অক্ষর প্যাটেল ও শ্রেয়াস আয়ারের ১০৭ রানের জুটি যখন চোখ রাঙাচ্ছিল টাইগারদের, তখনই শ্রেয়াসকে ফিরিয়ে লিটনদের ম্যাচে ফেরালেন মিরাজ।

বুধবার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ছোঁড়া চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি ভারতের। দশ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বিরাট-কোহলি শিখর ধাওয়ানরা। লোকেশ রাহুলকে নিয়ে পরের উইকেটে জুটি গড়তে গিয়েও মিরাজের আঘাতে সফল হতে পারেননি আয়ার। তবে ভারতকে লড়াইয়ে ঠিকই ফিরিয়েছিলেন তিনি। পঞ্চম উইকেটে অক্ষর প্যাটেলকে নিয়ে ১০৭ রানের জুটি গড়ে ভারতকে চালকের আসনে নিয়ে আসেন তিনি।

কিন্তু মিরাজের সামনে আবারও পরাস্ত ভারত। ৮২ রান করা আয়ারকে ফিরিয়ে বাংলাদেশকে আবার ম্যাচে ফেরান ডানহাতি এ স্পিনার। তবে রানটা এখনও নাগালে আছে ভারতের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান। ৫৩ বলে ৫৬ রান করে অপরাজিত অক্ষর প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে রাখছে বাংলাদেশকে।

এর আগে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি আর মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরিতে ভারতকে ২৭২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭১ রান তোলে বাংলাদেশ। ১০০ রানে অপরাজিত ছিলেন মিরাজ। ৭৭ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। নাসুম আহমেদ করেন ১১ বলে ১৮।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে এবাদতের পেস বলে পুল করতে গিয়ে বোল্ড হন কোহলি। আঙুলে চোট পাওয়া রোহিত শর্মা আজ ওপেনিংয়ে নামেননি। তার বদলি হিসেবেই ওপেনিংয়ে এসে ৬ বলে এক চারে ৫ রান করে ফেরেন কোহলি। এরপর শিখর ধাওয়ানকেও ফেরায় বাংলাদেশ। এবার মুস্তাফিজুর রহমান। ধাওয়ান আউট ৮ রানে।

তৃতীয় উইকেটে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেও পারেননি শ্রেয়াস আয়ার। দশম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই উইকেট নেন সাকিব। ওভারের শেষ বলে সাকিবের করা স্লোয়ার বলটা বুঝতেনা পেরে মিডউইকেটে ক্যাচ তুলে দেন সুন্দর। সহজ ক্যাচ নিয়ে ১১ রানে বাঁহাতি এ অনরাউন্ডারকে ফেরান অধিনায়ক লিটন দাস।

বিপর্যয়ে পড়া ভারতকে ধীরে ধীরে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুল। কিন্তু আবারও ত্রাতা মিরাজ। রাহুলকে ফিরিয়ে সে জুটি ভাঙেন ডানহাতি এ স্পিনার।

বুধবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচে জিতলেই ওয়ানডে সিরিজ বাংলাদেশের। প্রথম ম্যাচে ১ উইকেটে জিতেছিল টাইগাররা। সেই সাফল্য ধরে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে এখন লিটন দাসের দল।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!