খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্র গেলেন খুবির এমসিজে ডিসিপ্লিনের শিক্ষক মামুন অর রশিদ

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সাবেক প্রধান ও সহযোগী অধ্যাপক মামুন অর রশিদ উচ্চশিক্ষা গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের স্বনামধন্য গবেষণাধর্মী পাবলিক বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব সাউদার্ন মিসিসিপিতে’ গিয়েছেন। যেখানে তিনি ২০২৫ সাল নাগাদ স্পিস কমিউনিকেশন এন্ড রেটরিক এর উপর উচ্চতর ডিগ্রি নিবেন, যেটি পরবর্তীতে তাঁর কমিউনিকেশনে অধ্যাপনা ও সম্পর্কিত গবেষণায় সহায়তা করবে।

এদিকে ডিসিপ্লিন প্রধানের উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার সংবাদে শিক্ষার্থী ও সহকর্মীরা খুশি হয়েছেন এবং তাঁকে ডিসিপ্লিন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ২০১৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে সহকারী অধ্যাপক, এরপর সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনে অক্টোবর ২০২০ থেকে জুন ২০২১ সাময়িক প্রধান ও মে ২০২৩ থেকে জুলাই ২০২৩ পর্যন্ত ডিসিপ্লিন প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুবিশাস) উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!