খুলনা, বাংলাদেশ | ৬ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খুলনার রূপসায় নৈহাটি ইউনিয়নের জয়পুরে সা‌ব্বির না‌মে এক যুবক গুলিবিদ্ধ
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১
  রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
  দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ (৫৫) আর নেই

উইন্ডশিল্ড গ্লাস ফাটল : ঢাকাগামী উড়োজাহাজের জরুরি অবতরণ

গেজেট ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের সামনের কাচে (উইন্ডশিল্ড গ্লাস) ফাটল দেখা দেওয়ার পর দ্রুত তা অবতরণ করে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। উড়োজাহাজে ২৪৪ যাত্রী ছিলেন। তাঁদের ফিরিয়ে আনতে আরেকটি উড়োজাহাজ পাঠানো হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম সাংবাদিকদের বলেন, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে রওনা করা উড়োজাহাজটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। বাংলাদেশ সময় গতকাল শনিবার দিবাগত রাত দুইটায় উড্ডয়ন করে। কিন্তু এরপরই সামনের কাচে ফাটল দেখা দিয়েছে। তৎক্ষণাৎ সেখান থেকে বিষয়টি জানানো হয়।

রাত ৩টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি আবার বিমানবন্দরে অবতরণ করে।
আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনতে আজ দুপুর ১২টা ৫০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে আরেকটি উড়োজাহাজ রওনা করেছে বলে জানিয়েছেন বোসরা। তিনি বলেন, রাত ১০টা ৫০ মিনিটে এটির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

তিনি আরো বলেন, উড্ডয়নের আগে উড়োজাহাজে ন্যূনতম ত্রুটি থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে সংকেত দেওয়ার কথা। কিন্তু আকাশে উড্ডয়নের পর কাচে ফাটল দেখা দিয়েছে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!