এক সময় ঈদের একগুচ্ছ নাটকে অভিনয় করতেন দর্শকপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি অভিনয়েই অনিয়মিত। কালেভদ্রে তিনি নাটকে অভিনয় করেন। এক সময় ঈদের একগুচ্ছ নাটকে অভিনয় করতেন এই দর্শকপ্রিয় অভিনেত্রী। অথচ গত কয়েক বছরের ঈদের নাটকে তার দেখা নেই। শিমু ভক্তদের জন্য সুসংবাদ, আগামী ঈদের নাটকে অভিনয় করবেন তিনি। এরই মধ্যে একাধিক নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। এর মধ্যে থেকে অন্তত দুটি নাটকে অভিনয়ের বিষয়ে মনস্থির করেছেন এই অভিনেত্রী। সপ্তাহ খানের মধ্যেই শুটিংয়ের দিনক্ষণ চূড়ান্ত হবে।
এ প্রসঙ্গে শিমু বলেন, আমি তো আগের মতো অভিনয়ে সময় দেই না। কারণ আমার একটি বেসরকারি প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক ব্যস্ত থাকি আমি। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও অভিনয়ের কাজটি করতে পারি না। কিছুদিন আগে আমার অভিনীত নতুন একটি টিভি বিজ্ঞাপন প্রচার শুরু হয় টিভিতে। এটি প্রচারের আসার পর থেকেই ব্যাপক হারে অভিনয়ের প্রস্তাব আসছে। তবে বেশিরভাগ কাজই গতানুগতিক। তবে এর মধ্যে থেকে আমি দুটি নাটকে অভিনয়ের জন্য মনস্থির করেছি। আশা করছি নাটক দুটি ঈদের অনুষ্ঠানমালায় প্রচার হবে। এছাড়া আবারো বিজ্ঞাপনে অভিনয়ের সম্ভাবনা আছে আমার।
এদিকে এই অভিনেত্রী তার প্রতিষ্ঠিত উনন্নয়নমূলক সংস্থা ‘বেটা ফিউচার ফর ওমেন’ নিয়েই বেশি ব্যস্ত আছেন। এই সংস্থার মাধ্যমে উন্নয়নকামী মানুষদের দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখছেন। প্রতিনিয়তই এটির কার্যক্রম বিস্তৃত হচ্ছে।