নগরীর ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাচুইটি সহ চুড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে ২৬ জুলাই রবিবার বেলা ১২ টায় খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে ত্রি পক্ষিয় বৈঠক অনুষ্ঠিত হয়।
দীর্ঘ আড়াই ঘন্টার বৈঠক শেষে সিদ্ধান্ত হয় যে, শ্রমিকদের ঈদুল আজহার পূর্বে ৬ হাজার করে টাকা ও আগামী ১ মাসের মধ্যে চুড়ান্ত পাওনা পরিশোধ করার জন্য মিল মালিকের প্রতিনিধিকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক শ্রমিকদের পাওনা দিতে ব্যর্থ হলে মিল এলাকায় কোন বিশৃংখলা হলে তার দায়ভার মিল মালিককে বহন করতে হবে।
বৈঠকে খুলনা জেলা প্রশাসকের (এডিসি) অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুফ আলী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান, বিভাগীয় কলকারখানা, প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার( সিটিএসবি) মোঃ আশরাফ হোসেন, সহকারী পুলিশ সুপার ইন্ডা: পুলিশ এ কে এম শাহিন মন্ডল, মহসেন জুট মিলের নির্বাহী পরিচালক মোঃ তাওহিদুল ইসলাম, প্রকল্প প্রধান মোঃ রহিম হোসেন, আন্দোলনরত সাধারণ শ্রমিক কর্মচারীদের পক্ষে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, ক্বারী আছহাব উদ্দিন, মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মোড়ল আব্দুর রহমান, আমির মুন্সি, সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস, ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাইফুল্লাহ তারেক প্রমুখ।
খুলনা গেজেট / এনআইআর