খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  অনন্তকাল সংস্কার চলবে কিন্তু নির্বাচন হবে না, এমনটি হতে পারে না : রিজভী
  মধ্যরাতে কেঁপে উঠলো দেশ, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

ঈদে ঢাকা ছেড়েছেন ৫৩ লাখ সিমধারী

গেজেট ডেস্ক

ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছেন মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে নিজ গ্রাম ও এলাকায় যাচ্ছেন তাঁরা। গত মঙ্গলবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৫৩ লাখ ৫৪ হাজার ৮৩২ সিমধারী ঢাকা ছেড়েছেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার সন্ধ্যার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী জানান, এই তিন দিনে ঢাকায় প্রবেশ করেছেন ১৯ লাখ ৫ হাজার ৯০২ সিমধারী। এসব সিম দেশের চারটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের।

ঢাকা ছেড়ে যাওয়া সিমধারীদের মধ্যে গ্রামীণফোনের ১৭ লাখ ৪০ হাজার ১১৭, রবির ১৪ লাখ ৭৩ হাজার ৭২১, বাংলালিংকের ২০ লাখ ৫৯ হাজার ৮৫৭ ও টেলিটকের ৮১ হাজার ১৩৭ জন।

মন্ত্রী জানান, একই সময় গ্রামীণফোনের ৩ লাখ ৮৯ হাজার ২৮৩, রবির ২ লাখ ৫৬ হাজার ৩২, বাংলালিংকের ১২ লাখ ২৯ হাজার ৮২৩ ও টেলিটকের ৩০ হাজার ৭৬৪ জন সিমধারী ঢাকায় এসেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!