খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

ঈদকে সামনে রেখে মোংলায় নিরাপত্তা জোরদার

মোংলা প্রতিনিধি

পবিত্র ঈদুল আযাহকে সামনে রেখে উপকূলীয় এলাকার গুরুত্বপূর্ণ এলাকাসমূহে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

শনিবার (১৫ জুন) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ মুনতাসীর ইবনে মহসীন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড তার এখতিয়ারভুক্ত এলাকায় মানুষের বিভিন্ন প্রয়োজনে সবসময় এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ ঘাটসমূহে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সাধারণ জনগণের নিরাপত্তা প্রদানের জন্য নিয়মিত টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ এবং লঞ্চে ধারণ ক্ষমতার অধিক যাত্রী পরিহারসহ নানাবিধ জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও ঈদের সময় মাদকের বিস্তার রোধকল্পে নিয়মিত বোট/নৌযান সমূহে তল্লাশী চলমান রয়েছে।

তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঈদ-উল-আযহা পরবর্তী যাত্রীসাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত চলমান থাকবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!