খুলনা, বাংলাদেশ | ১৪ ফাল্গুন, ১৪৩১ | ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  চিকিৎসার জন্য যুক্তরাজ্য থাকলেও জনগণের পাশে আছি, বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি বক্তব্যে খালেদা জিয়া; প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে, প্রতিশোধ প্রতিহিংসা নয়, ভালোবাসায় দেশ গড়ে তোলার আহ্বান
  ১০২ সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি

ঈদ ছুটি কাটিয়ে সচল ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে টানা ৫ দিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম।

ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভোমরা স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকার পর রবিবার (২৫ জুলাই) থেকে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম।
নাসিম আরো বলেন, ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। তাই যথাযথভাবে দিনটি উদযাপনের লক্ষ্যে ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিষয়টি পত্র দ্বারা ভারতের ঘোজাডাঙ্গা সি এন্ড এফ এজেন্ট এমপ্লোয়িস কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ সংশ্লিষ্ট দুই দেশের সকল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছিল।

ছুটি শেষে রবিবার থেকে বন্দর দিয়ে দু’দেশের মাঝে পুনরায় আমদানি রপ্তানি শুরু হয়েছে। এতে করে ভোমরা বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। রবিবার সকাল থেকে ভোমরা স্থল বন্দর দিয়ে প্রবেশ করছে পণ্যবাহী ট্রাক। এ সময় বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যগুলো খালাস করে নিচ্ছেন সি এন্ড এফ এজেন্ট ও আমদানি রপ্তানিকারকরা। সরকার ঘোষিত ১৪ দিনের লকডাউনের কোন প্রভাব আমদানি-রপ্তানি কার্যক্রমে পড়ছে না বলে জানান সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!