ওয়ানডে ক্যারিয়ারের অভিষেক মোটেও সুখকর ছিল না ডানহাতি ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরীর জন্য। অভিষেকে ০ রান করা ইয়াসির নিজের তৃতীয় ওয়ানডেতে এসে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে অর্ধশতক তুলে নিয়েছেন। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪৪ বলে ৫০ রানের ইনিংস খেলে প্রশংসা কুড়িয়েছেন সাকিব-তামিমের।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানকে সাথে নিয়ে ১১৫ রানের জুটি গড়েন ইয়াসির। তার ৫০ রানের ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও দুইটি ছক্কা। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। জুটিতে ইয়াসিরের সঙ্গী থাকা সাকিব আল হাসান ৬৪ বলে করেন ৭৭ রান।
ইয়াসিরের ব্যাটিং নিয়ে ম্যাচসেরা সাকিব আল হাসান বলেন, “ইয়াসির সত্যিই খুব ভালো ব্যাটিং করেছে। আমার এবং তার জুটিটা গুরুত্বপূর্ণ ছিল। সে অনেক কৃতিত্বের দাবিদার। বলের শাইন চলে যাওয়ার পর তা প্রথম দশ ওভারের মতো কঠিন আচরণ করছিল না। আমাদের ক্যালকুলেটেড রিস্ক নিতে হয়েছিল এবং সেগুলো কাজে এসেছে।”
অধিনায়ক তামিম ইকবালের কাছে ইয়াসিরের এ ইনিংসটি ‘স্পেশাল’। ঐতিহাসিক জয়ের পর তামিম জানালেন দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত তিনি। তামিম বলেন, “এটি আমাদের জন্য একটি বড় জয়। দল যেভাবে খেলেছে তা নিয়ে আমি গর্বিত। ইয়াসিরের ইনিংসটা সত্যিই স্পেশাল ছিল।”
“এছাড়া ব্যাট হাতে মেহেদী এবং মাহমুদউল্লাহর ছোট ছোট অবদানগুলোও ভূমিকা রেখেছে। আমাদের ফাস্ট বোলাররাও ভালো করছে এবং ম্যাচ জেতাচ্ছে ।গত দুই বছর ধরে ফাস্ট বোলাররা অসাধারণ বোলিং করছে,” যোগ করেন তামিম।
দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সব খেলা সরাসরি দেখুন এখানে।
খুলনা গেজেট/ টি আই