খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

ইসলামী ব্যাংকে ঋণ অনিয়ম : তদন্ত শুরু কেন্দ্রীয় ব্যাংকের

গেজেট ডেস্ক

ইসলামী ব্যাংক থেকে কয়েকটি প্রতিষ্ঠানে অনিয়মের মাধ্যমে ঋণ প্রদানের বিষয়ে তদন্তে নেমেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের একটি টিম ব্যাংকটির ঋণ কার্যক্রম খতিয়ে দেখা শুরু করেছে। দলটি ব্যাংক পরিদর্শন করে এসব ঋণ অনিয়মের ব্যাখ্যা চেয়েছে। একই সাথে ঋণসংক্রান্ত নথি সংগ্রহ করা হচ্ছে। এসব ঋণের প্রকৃত সুবিধাভোগী কারা তাও খতিয়ে দেখা হচ্ছে। অপর দিকে এসব প্রতিষ্ঠানের নামে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঋণ ছাড় বন্ধ রাখতে বলা হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের ।

সূত্র জানিয়েছে, নাবিল গ্রুপসহ ৮টি প্রতিষ্ঠানের নামে অনিয়মের মাধ্যমে ৭ হাজার ২০০ কোটি টাকা ঋণ দেয়ার ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসনসহ নিয়ন্ত্রক সংস্থা। সরকারের উচ্চপর্যায় থেকে গত রোববার ইসলামী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের প্রকৃত চিত্র অবহিত করার নির্দেশ দেয়া হয়। এরপর গত সোমবার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ অনিয়মের ঘটনা খতিয়ে দেখার উদ্যোগ নেয়া হয়। পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারাও এ বিষয়ে ইসলামী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করছে।

সূত্র জানিয়েছে, অনিয়মের মাধ্যমে বড় অঙ্কের ঋণ নেয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর গত সোমবার ব্যাংকিং পরিদর্শন বিভাগ-৬ এর তিন কর্মকর্তাকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, কমিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে তদন্ত শুরু করেছে এবং পরে তারা এই কারসাজির সাথে জড়িত শাখাগুলোতে পরিদর্শনে যাওয়া হবে। তবে কত দিনের মধ্যে এ তদন্ত কাজ শেষ হবে তা ঠিক করা হয়নি বলে ওই সূত্র জানায়।

সূত্র মতে, ইসলামী ব্যাংকের মালিকানা পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত কী পরিমাণ ঋণ ছাড় করা হয়েছে, এসব ঋণের সুবিধাভোগী কারা এ বিষয়টিও তদন্তের আওতায় নিয়ে আসা হচ্ছে। একই সাথে নাবিল গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠানের নামে যে সাত হাজার ২০০ কোটি টাকা ছাড় করা হয়েছে এসব ঋণ ছাড় করার সাথে জড়িত কর্মকর্তাদের বিষয়েও খোঁজখবর নেয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার একটি দৈনিকে ‘ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে নানা উপায়ে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকার ঋণ বের করে নেয়ার তথ্য তুলে ধরা হয়। এর মধ্যে ইসলামী ব্যাংক থেকে সাত হাজার ২৪৬ কোটি টাকা এবং বাকি অর্থ সোশ্যাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে বের করে নেয়া হয়। যেসব কোম্পানির নামে এসব ঋণ বের করা হয় তার মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভুয়া ঠিকানা ব্যবহার করে ঋণ নিয়েছে। যেগুলো মূলত নামসর্বস্ব কোম্পানি। এ রকম নামসর্বস্ব দুই কোম্পানির নামে ইসলামী ব্যাংক থেকে বের করে নেয়া হয় দুই হাজার কোটি টাকা।

এ দিকে পূর্বনির্ধারিত কোনো বৈঠকসূচি ছাড়াই গত সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সেখান থেকে ফিরে গত সোমবার রাতে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলাকে কেন্দ্রীয় ব্যাংকে ডেকে নেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক থেকে নাবিল গ্রুপসহ আটটি প্রতিষ্ঠানে ঋণ দেয়ার বিষয়ে ব্যাখ্যা তলব করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

খুলনা গেজেট/ টি আই

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!