ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের গ্রেফতারের মাধ্যমে আবারো প্রমাণিত হলো সরকার চরম জুলুমবাজ উল্লেখ করে খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, অবৈধ সরকার ক্ষমতা হারানোর ভয়ে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার ক্রুদ্ধ হয়ে উঠেছে, আর এই ভয়ঙ্কর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল এসে পড়ছে বিরোধী নেতাকর্মীদের ওপর।
বুধবার (৬ এপ্রিল) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রচারপত্র বিলি করার সময় পুলিশ বিনা উস্কানিতে বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে। ইশরাক হোসেন একজন প্রতিবাদী বলিষ্ঠ তরুণ নেতা, তার সাহসী ভূমিকায় সরকার ভীত, তাই তিনি আওয়ামী প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার হয়েছেন। বিএনপি নেতৃবৃন্দ ইশরাক হোসেনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির প্রমূখ।
খুলনা গেজেট/ টি আই