ইরানে এবার কোনো ধরনের হামলা হলে জবাব আরো কঠোর ও নিখুঁত হবে বলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টাকে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে বুধবার ইইউ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট।
ফোনালাপে পেজেশকিয়ান বলেন, কোনো বৈশ্বিক সংস্থা যদি নিরপেক্ষ নীতি থেকে বিচ্যুত হয়, তাহলে ওই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় আসে। আইএইএ আমাদের পরমাণু প্রকল্প নিয়ে তার দ্বিমুখী নীতি পরিবর্তন করবে কি না তার ওপর এই সংস্থাটির সঙ্গে আমাদের সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টি নির্ভর করছে।
ইইউ প্রেসিডেন্টকে পেজেশকিয়ান আরো বলেন, ইরানের ওপর আর কোনো ধরনের হামলা হলে জবাব আরও কঠোর এবং নিখুঁত হবে।
গত জুন মাসের প্রথম সপ্তাহে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে আইএইএ। সেখানে বলা হয়, ইরানের কাছে প্রায় সাড়ে চারশ কেজি ইউরেনিয়াম আছে এবং সেই ইউরেনিয়াম ৬০ শতাংশ বিশুদ্ধ। এই বিশুদ্ধতার মান যদি ৯০ শতাংশে উন্নীত করা যায়, তাহলে অনায়াসেই এই ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা বানানো সম্ভব। আইএইএ এই প্রতিবেদন প্রকাশের এক সপ্তাহ পর, ১৩ জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরাইল। জবাবে ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে শেষ হয় ইরান-ইসরাইলের ১২ দিনের সংঘাত। তার আগে ইরানের তিনটি পরমাণু স্থাপনা লক্ষ্য করে বাঙ্কার বাস্টার বোমা ফেলে যুক্তরাষ্ট্রও।
ইরান-ইসরাইলের সংঘাত বাধার পর তেহরান অভিযোগ করেছিল, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদন নিরপেক্ষ ছিল না এবং তাদের প্রতিবেদন ইসরাইলকে হামলার অজুহাত তুলে দেয়।
খুলনা গেজেট/এএজে