আজ শুরু হচ্ছে ইসলামাবাদের উদ্দেশ্যে ইমরান খানের ‘আজাদি মার্চ’। তবে যেভাবেই হোক এই মার্চ থামাতে বদ্ধপরিকর পাকিস্তান সরকার। এরইমধ্যে দেশজুড়ে পিটিআই নেতাদের বিরুদ্ধে গণগ্রেপ্তার শুরু হয়েছে। হাজার হাজার নেতাকর্মী এখন জেলে।
নতুন করে বুধবার দেশের প্রধান শহরগুলোতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং করাচিতে সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাঞ্জাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অশ্বারোহী সেনাদল মোতায়েনের আবেদন জানিয়েছে স্থানীয় সরকার।
ডন জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে প্রবেশের সকল সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। লাহোরের জেলা কর্তৃপক্ষ ঘোষণা করেছে, কেউ জেলার সীমানা ক্রস করতে পারবে না। প্রধান সড়কগুলোতে ব্যারিকেড দেয়া হয়েছে। এছাড়া পিটিআই কর্মীদের কাছে বাস, গাড়ি এবং ভ্যান ভাড়া না দেয়ার নির্দেশনা দিয়েছে সরকার।
ইসলামাবাদের পাশাপাশি থাকা শহর রাওয়ালপিন্ডিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে
মুলতান, লাহোর, ফারুকাবাদ এবং সারগোধা থেকে পুলিশ আনা হয়েছে সেখানে।