ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রথমবারের মতো কেন্দ্রীয় ল্যাবরেটরি, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে বায়ােফিজিক্স এন্ড বায়ােমেডিসিন রিসার্চ ল্যাবরেটরি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগে জিওস্পেশাল এনালাইসিস এন্ড ক্লাইমেট মডেলিং ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী ল্যাবরেটরি তিনটির উদ্বোধন করেন।
সূত্রে জানা গেছে, আইডিবি’র অর্থায়নে পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় সেন্ট্রাল ল্যাবরেটরিটি স্থাপন করা হচ্ছে। বিজ্ঞানের সকল শাখার শিক্ষার্থী ও গবেষকরা এখানে গবেষণার সুযােগ পাবে। প্রফেসর ড. দীপক কুমার পাল এ ল্যাবরেটরির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এসএম মোস্তফা কামাল, আইআইইআর’র পরিচালক প্রফেসর ড. মেহের আলী, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র, পরিবহন প্রশাসক প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচএম আলী হাসান, প্রধান প্রকৌশলী ( ভারপ্রাপ্ত ) মোঃ আলীমুজ্জামান টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এআইএন