খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বৈঠক, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার তাগিদ
  ঐকমত্য তৈরিতে আলোচনা চালিয়ে যাবে বিএনপি : সালাউদ্দিন আহমেদ

কেসিসি মেয়রের সাথে ইন্দোনেশিয়া দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স’র সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়া দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স হিদায়েত আতজেহ শনিবার সকালে নগর ভবনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সিটি মেয়র চার্জ দ্যা এ্যাফেয়ার্স’কে নগর ভবনে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং উভয়ে সম্মাননা ক্রেস্ট বিনিময় করেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দূতাবাসের একটি প্রতিনিধি দল তিন দিনের (১৭ থেকে ১৯ সেপ্টেম্বর) জন্য খুলনা সফর করছে।

এ সময় মুসলিম প্রধান দু’টি দেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা মতবিনিময় করেন। হিদায়েত আতজেহ খুলনায় বসবাসরত ইন্দোনেশিয়ার নাগরিকদের কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদানের বিষয়ে সিটি মেয়রের সার্বিক সহযোগিতা কামনা করেন। সিটি মেয়র এ বিষয়ে সম্ভব সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে বলে আতজেহ’কে আশ্বস্ত করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: আজমুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মো: মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের সেকেন্ড সেক্রেটারী (ভারপ্রাপ্ত) রিমা সান্দাসিতা, এ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড টেকনিক্যাল স্টাফ মারহেনি, আরিফ বাসুকি, আগুস সুরাইয়ানা, ডিওফানি ও আহমাদ চানিফুদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সাথে নগর ভবনে খুলনা সফররত স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (নগর উন্নয়ন-১) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এবং উপসচিব (সিটি কর্পোরেশন-২ শাখা) মোহাম্মদ জহিরুল ইসলাম এক মতবিনিময় সভায় মিলিত হন। ‘‘খুলনা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থানার উন্নয়ন’’ শীর্ষক প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণের প্রস্তাব যাচাই-বাছাই ও সরেজমিন পরিদর্শনের জন্য তারা খুলনা সফর করছেন। উল্লেখ্য, খুলনা মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ১৭ নভেম্বর ২০২০ তারিখ অনুষ্ঠিত একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৩’শ ৯৩ কোটি ৪০ লক্ষ টাকার এ প্রকল্পটির অনুমোদন দেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো: আজমুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা মো: মনোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মো: এজাজ মোর্শেদ চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী মো: মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, এস্টেট অফিসার নুরুজ্জামান তালুকদার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!