খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বুধবারের মধ্যে দাবি পূরনের আশ্বাসে সচিবালয়ের সামনে থেকে সরে দাঁড়িয়েছে জবির শিক্ষার্থীরা, অব্যাহত থাকবে ক্যাম্পাস শাটডাউন
  প্রণয় ভার্মাকে ডাকার পরদিনই, দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
  জুলাই-আগস্টে গণহত্যা : প্রসিকিউশনের হাতে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

ইতিহাসের ক্ষণজন্মা ব্যক্তিত্ব ছিলেন পিসি রায় : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

গে‌জেট ডেস্ক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একজন সমাজ সংস্কারক, দার্শনিক, কবি, বিপ্লবী ও দেশপ্রেমিক। দেশের মানুষের কল্যাণের জন্য যখন যা প্রয়োজন সেটাই তিনি করেছেন। তিনি নারীশিক্ষা বিস্তারের জন্য ১৮৫০ সালে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।

প্রতিমন্ত্রী বুধবার (০২ আগস্ট ) দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার রাড়–লিতে উপমহাদেশের প্রখ্যাত রসায়নবিদ, দানবীর ও বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইতিহাসের ক্ষণজন্মা ব্যক্তিত্ব ছিলেন পিসি রায়। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে বাঙ্গালি জাতিকে বিশে^র মাঝে তুলে ধরেছেন। চিকিৎসার জন্য বেঙ্গলকেমিক্যাল প্রতিষ্ঠা করে মানবসেবায় কাজ করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল গুণী ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণের কাজ করে যাচ্ছেন। বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতিবিজড়িত স্থানসমূহ সংরক্ষণের আশ^াস দেন প্রতিমন্ত্রী। এছাড়া স্থানীয় জনগণের সুবিধার জন্য সমবায় ব্যাংক চালু উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল, পৌরসভার মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, আচার্য পিসি রায় স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন ও রাড়–লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। অনুষ্ঠানে বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনী সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন খুলনা প্রতœত্তত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভনী ইয়াসমিন। পিসি রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে প্রতিমন্ত্রী পুরস্কার তুলে দেন।

এর আগে প্রতিমন্ত্রী পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং পিসি রায়ের বাড়ি পরিদর্শন করেন। বিকালে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং তিনি পাইকগাছা উপজেলার কাশিমনগরে অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ (পিআরডিপি-৩) কর্তৃক স্থাপিত পানি শোধনাগার উদ্বোধন করেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!