খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত
  খুলনার ফুলতলা উপজেলায় সুমন মোল্লা নামের একজনকে গুলি করে হত্যা
  সাগর-রুনি হত্যা মামলার নথি পুড়ে যাওয়ার তথ্য সঠিক নয় : ডিএমপি
  মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে পুনর্নির্ধারণ

ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাঁজাসহ আটক

রামপাল প্রতিনিধি

বাগেরহাটের রামপালের পেড়িখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলফাজ শেখ (২৫) সহ তিনজনকে গাঁজাসহ আটক করা হযেছে। এ ঘটনায় রামপাল থানায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা আলফাজ পেড়িখালী গ্রামের ইবরাহীমের পুত্র। অপর দুইজন হলো উপজেলার মানিকনগর গ্রামের মোস্তফিজের পুত্র শেখ নাজমুল (২৭) ও একই গ্রামের জাহাঙ্গীর মোড়লের পুত্র আরিফ মোড়ল (২১)।

রামপাল থানা পু্লিশের এসআই সুবীর কুমার রায় বুধবার রাত সাড়ে ৮ টার সময় পেড়িখালীর পুরাতন ইউপি ভবনের সামনে অভিযান চালান। ওই সময় আলফাজকে ২৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন।

একই দিন রাতে এসআই মবিন উপজেলার ফয়লা বাজারের তারিকুলের ফার্নিচারের দোকানের সামনে ফাকা রাস্তায় অভিযান অভিযান চালান। ওই সময়ে ৪০ গ্রাম গাঁজাসহ শেখ নাজমুল ও আরিফ মোড়লকে আটক করেন।

পেড়িখালী ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন জানান, ৪ বছর পূর্বে কমিটি বিলুপ্ত হওয়ার পরে সে কোন কমিটিতে নেই।

একই কথা বলেন রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক শেখ সাদী। তিনি বলেন, সে দলের কেউ না। তার দায় কেউ নিবে না।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, আমি কোন মাদক কারবারী, তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চোর, কিশোর গ্যাং, সন্ত্রাসীকে আমার কর্ম এলাকায় থাকতে দিবো না।

উল্লেখ্য, ওসি আশরাফুল আলম গত ৩ মে রাতে রামপাল থানায় যোগদানের পর মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেন। গত মে মাসে ১০ টি মাদক মামলার বিপরীতে ১৪ জনকে এবং চলতি মাসের ৭ জুন পর্যন্ত ৪ টি মামলার বিপরীতে ৫ জনকে আটকসহ ৭ জনের নামে মামলা হয়েছে। সূত্র জানায় অব্যাহত অভিযানে মাদক কারবারীদের ভেতর আতঙ্ক তৈরি হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!