ইউক্রেন যুদ্ধ ও পারস্পরিক দেশের উদ্বেগের বিষয় নিয়ে আজ শুক্রবার (১৮ মার্চ) কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, শুক্রবার সকালে ভিডিও কলে শি বাইডেনকে বলেছেন কেউ দ্বন্দ্ব সংঘাত চায় না।
শি আরও বলেন, রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্ক সামরিক সংঘাতের পর্যায়ে যেতে পারে না। দ্বন্দ্ব ও সংঘাত কেউ চায় না। শান্তি ও নিরাপত্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের সবচেয়ে লালিত প্রাচুর্য। শির কথার বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় সকাল ৯ টা ৩ মিনিটে শি জিনপিংয়ের সঙ্গে জো জো বাইডনের সুরক্ষিত ভিডিও কল শুরু হয়।
খুলনা গেজেট/ এস আই